যারা ফ্রেসার তাদের জন্যঃ

যারা ফ্রেসার তাদের জন্যঃ ১. সিভিতে অতিরিক্ত কিছু লেখা থেকে বিরত থাকুন ২. যা জানেন না বা পারেন না তা কখনোই লিখবেন না ৩. পৃথিবীর কোন কিছুই (সাধারনত বেসিক বিষয়) কঠিন না, তাই সেগুলো জানার এবং বুঝার চেষ্টা করুন ৪. সিভিতে বিভিন্ন বা বাহারি রকম ফন্ট ব্যাবহার বন্ধ করুন ৫. বেশি বেশি মোটিভেশনাল স্পিস না শুনে নিজেকে তৈরী করতে বই পড়ুন বা প্রয়োজনীয় বিষয়ে জ্ঞান আহরন করুন ৬. কম্পিউটারের বেসিক প্রোগ্রাম সমুহ অবশ্যই জানতে হবে, না জেনে থাকলে এখন থেকেই রপ্ত করতে শুরু করুন ৭. আজ না কাল থেকে শুরু করবেন এই মনোভাব বদলান কারন সেই কাল আর আসবে না ৮. যতোই সরকারি চাকুরির ইচ্ছে থাকুক না কেন, ৩০ বছর বয়সে এসে আবার যেন কোম্পানির চাকুরি খুজতে না হয় তাই এখনই কোন কোম্পানির চাকুরির জন্য চেষ্টা করুন আর চাকুরির করার সময়ই সরকারি চাকুরির প্রস্তুতি নিন কারন ৯৫% এরই সরকারি চাকুরি হয় না আবার ৩২/৩৫ বছর বয়সে এসে কেউ এন্ট্রি লেভেলে চাকুরিতে নিতে চায় না, আবার দেখবেন সমবয়সী কেউ আপনার বস হয়ে বসে আছে। ৯. মামা-খালু ছাড়াও চাকুরি হয় এই বিষয়টা মাথায় গেথে নিন (নিজের যোগ্যতার উপর ভরশা রাখুন) ১০. কোন কাজেই সট-খাট কোন পথ নাই, কষ্ট করুন ফল পাবেন ১১. যোগাযোগ দক্ষতা বাড়ান ১২. সময়ের সাথে নিজেকে প্রস্তুত করুন, সময়ের থেকে পিছিয়ে গেলেন তো জীবন থেকেও পিছিয়ে গেলেন ১৩. কারো দোষ গুন বিচার না করে নিজের কাজ নিজে করতে থাকুন চলবে………. লেখকঃ শেখ মুজাহি প্রধান, মানব সম্পদ বিভাগ ক্লার্ক এনার্জি বাংলাদেশ লিমিটেড ঢাকা, বাংলাদেশ

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started